সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটাতে হবে তিন মাসের মধ্যে, নির্দেশ হাইকোর্টের

মহার্ঘ ভাতা মামলায় হাইকোর্টে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটাতে হবে তিন মাসের মধ্যে। শুক্রবার শুনানিতে আদালত জানিয়েছে, স্যাটের রায় কার্যকর করতে হবে। এদিন শুনানি শেষে বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত ও বিচারপতি হরিশ ট্যান্ডন রায় দেন, মহার্ঘ ভাতা পাওয়া রাজ্য সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার। আইনি অধিকার হিসেবে তাঁদের প্রাপ্য মিটিয়ে দিতে হবে। প্রসঙ্গত, এর আগে স্যাটের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছিল রাজ্য। রাজ্য সরকারের সেই আবেদন খারিজ করে দেয় আদালত।

error: Content is protected !!