
মালদার হরিশ্চন্দ্রপুরের ঢুকে তাণ্ডব বিহারের পুলিশের, বুলডোজার দিয়ে গুড়িয়ে দিল ২০টি বাড়ি
বিহার থেকে বাংলায় ঢুকে তাণ্ডব! অবাধে ভাঙচুর, লুটপাট। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হল ২০টি বাড়ি। ঘটনাটি মালদহের হরিশ্চন্দ্রপুরের। আর এই ঘটনায় অভিযোগ তির বিহার পুলিসের দিকে। বিহার সীমানা লাগোয়া হরিশ্চন্দ্রপুরের সাদলিচক গ্রাম-পঞ্চায়েতের ২০টি বাড়িতে ভাঙচুর চালানো হয়ে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। বিজেপি জোট শাসিত বিহারের পুলিস কীভাবে পশ্চিমবঙ্গে ঢুকে বাংলার বৈধ ভোটারদের বাড়ি ভাঙচুর করল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনা ঘিরে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির অভিযোগের তির এলাকার তৃণমূল নেতাদের দিকে। উত্তর মালদহের বিজেপির সাংসদ খগেন মুর্মু বলেন, হরিশ্চন্দ্রপুরের সাদলিচকে প্রায় ৫০-৬০ বছর ধরে গরিব মানুষেরা খাস জমিতে বসবাস করে আসছেন। গরিব মানুষদের এই বস্তির পিছনে স্থানীয় তৃণমূল নেতাদের জমি আছে। সেই সমস্ত নেতারা বিহার থেকে পুলিসকে ডেকে এনে গরিব মানুষদের বস্তি উচ্ছেদ করেছেন। আমি হরিশ্চন্দ্রপুর থানার আইসি এবং বিডিওর কাছে মৌখিকভাবে অভিযোগ জানিয়েছি।