বিকেলের পর কালবৈশাখীর পূর্বাভাস আবহাওয়া দফতরের

গরমে হাঁসফাঁস রাজ্যবাসী। এর মাঝে কালবৈশাখীর পূর্বাভাস আবহাওয়া দফতরের। শনিবার বিকেলের পর কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি দুটোই বাড়বে। হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার ও রবিবারের মধ্যে কালবৈশাখীর সম্ভাবনা থাকছে কলকাতায়। রবিবার থেকে থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতায়। শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৭ শতাংশ।

error: Content is protected !!