এবার ভোট পরবর্তী হিংসায় মামলায় অনুব্রতকে তলব করল সিবিআই

গরু পাচারের পর এ বার ভোট পরবর্তী হিংসার মামলাতেও অনুব্রত মণ্ডলকে তলব করল সিবিআই । সিজিও কমপ্লেক্স সূত্রের খবর, আগামী মঙ্গলবার দুপুরে সল্টলেকে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছে বীরভূম তৃণমূলের সভাপতিকে ৷ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর বীরভূমের একজন বিজেপি সমর্থককে পিটিয়ে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ । পরিবারের অভিযোগ ছিল, এই ঘটনায় বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল যুক্ত রয়েছেন। তাঁর কথাতেই ওই বিজেপি কর্মীকে নাকি রাস্তায় ফেলে পিটিয়ে হত্যা করা হয়েছে ।আদালতের নির্দেশে ভোট-পরবর্তী হিংসার মামলায় ইতিমধ্যেই তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।

error: Content is protected !!