এবার অর্জুনের গড় ব্যারাকপুরে বিজেপির সাংগঠনিক দায়িত্বে শুভেন্দু

অর্জুন সিং তৃণমূলে ফিরতেই ব্যারাকপুরে বিজেপির সাংগঠনিক পদে বেশ কিছু রদবদলের সিদ্ধান্ত নেওয়া হল। দলীয় সূত্রের খবর, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংগঠনিক দায়িত্ব পাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার দলের কর্মসমিতির বর্ধিত বৈঠকে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। বুধবার, ২৫ মে ব্যারাকপুরে বিজেপির সাংগঠনিক বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। আগামী ৩০ মে ব্যারাকপুরে জনসভা করার কথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভার আগেই ব্যারাকপুরে সংগঠনের হাল বুঝে নিতে চান শুভেন্দু। বিজেপির অন্দরের খবর, এদিনের বৈঠকে রাজ্য নেতৃত্ব শুভেন্দুকেই ব্যারাকপুরের দায়িত্ব নিতে বলেছেন। শুভেন্দু তাতে রাজিও হয়েছেন। কেন্দ্রীয় নেতৃত্বের চূড়ান্ত অনুমোদন নিয়েই শুভেন্দু কাজে নেমে পড়তে চান। ব্যারাকপুরে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানালেন সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরা অর্জুন সিং। সোমবার দলের বৈঠক শেষে অর্জুন বলেন, শুভেন্দু অধিকারীকে ব্যারাকপুরে স্বাগত জানাচ্ছি। আসুন সংগঠন করুন। যদি বিজেপির সংগঠন ভালো করতে পারেন, ভালো কথা। তবে বঙ্গ বিজেপি আপনাকে কতদিন বিশ্বাস করবে জানি না। কারণ তৃণমূল থেকে যাওয়া কাউকেই বিজেপি বিশ্বাস করে না।বুধবার ব্যারাকপুরে শুভেন্দুর সাংগঠনিক সভা করার কথা। অর্জুন সেদিকে ইঙ্গিত করতে চেয়েছে।

error: Content is protected !!