ভারতের বাজারে আরও বেশি করে লগ্নির ডাক প্রধানমন্ত্রী মোদির

জাপানে শিল্পপতিদের নিয়ে গোলটেবিল বৈঠক সারলেন নমো ৷ মার্চেই এদেশে এসেছিলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা ৷ আগামী পাঁচ বছরে ভারতে ৩ লক্ষ ২০ হাজার কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করেছিলেন তিনি ৷ জাপানের প্রধানমন্ত্রীর ঘোষণার অংশ হিসেবেই সেদেশের 34টি সংস্থার উচ্চপদাধিকারীরা এদিন মিলিত হন নরেন্দ্র মোদির সঙ্গে ৷ অটোমোবাইল, ইলেকট্রনিক্স-সহ স্টিল, টেকনোলজি, ট্রেডিং, ব্যাঙ্কিং বিভিন্ন সেক্টরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এদিনের বৈঠকে ৷ সুযোগের অপচয় করেননি প্রধানমন্ত্রী ৷ ভরা হাটে ভারতের বাজারে আগামিদিনে আরও বেশি করে লগ্নির ডাক দেন নরেন্দ্র মোদি ৷ এখানেই শেষ নয় ৷ ভারতের প্রগতিতে এযাবৎ জাপানের সহযোগিতা উদযাপন করতে এদেশে ‘জাপান উইক’ পালন করার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। হন্ডা মোটরস, নিশান মোটরস, টয়োটা মোটরস, ইয়ামাহা মোটরস, সুজুকি মোটরসের শীর্ষ আধিকারিকরাও এদিন শরিক হয়েছিলেন এদিনের শিল্প বৈঠকে ৷ তাঁদের সামনেই ভারত-জাপান অর্থনৈতিক চুক্তি সম্পর্কিত সাম্প্রতিক উন্নয়ণের কথা তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী ৷ কোয়াড সম্মেলনে যোগ দিতে দু’দিনের জাপান সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

error: Content is protected !!