আগামী ২ মাস দীঘা-সাঁতরাগাছি রুটে বাড়তি দুই জোড়া স্পেশাল ট্রেন চালাবে রেল

 আগামী ২ মাস সাঁতরাগাছি-দীঘা রুটে শনিবার-রবিবার বাড়তি দুই জোড়া স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল। আগামীকাল, শনিবার থেকে থেকে ১০ জুলাই পর্যন্ত সাপ্তাহিক সামার স্পেশাল নামে এই ট্রেন চলবে। দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের অতিরিক্ত চাপের কথা মাথায় রেখেই এই স্পেশাল ট্রেন চলবে। শনিবার ০২৮৪৭ সাতরাগাঁছি-দীঘা স্পেশাল ট্রেনটি সকাল ৯টা ১০ মিনিটে ছাড়বে। ট্রেনটি বেলা ১২টা ৪৫ মিনিটে পৌঁছবে দীঘায়। ওইদিনই ফিরতি ট্রেনটি ০২৮৪৮ দীঘা-সাতরাগাঁছি স্পেশাল দুপুর ১টা ১০ মিনিটে ছাড়বে। ট্রেনটি ৪টা ৫০ মিনিটে সাতরাগাঁছিতে পৌঁছবে। একইভাবে আরও একটি স্পেশাল ট্রেন রবিবার সকাল ৮টা ১০ মিনিটে সাতরাগাঁছি থেকে ছাড়বে। ট্রেনটি দীঘায় পৌঁছবে ১১টা ৫৫ মিনিটে। প্রতি রবিবার দুপুর ১টা ১০ মিনিটে দীঘা ছেড়ে ট্রেনটি ৪টা ৫০ মিনিটে সাতরাগাঁছি পৌঁছবে।এদিকে, নবদ্বীপধাম স্টেশনে তৈরি হচ্ছে ফুটওভার ব্রিজ (এফওবি)। সেজন্য আগামী রবিবার কাটোয়া-ব্যান্ডেল সেকশনে আট ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে। স্বভাবতই কাটোয়া-ত্রিবেণী লাইনে কয়েকটি ট্রেন বাতিল হবে। আপ-ডাউন মিলিয়ে মোট ১০টি স্পেশাল ট্রেন বাতিল ঘোষণা করেছে পূর্ব রেল।