আগামী ২৭ জুনের মধ্যে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ

 আগামী ২৭ জুনের মধ্যে ফলপ্রকাশ হতে চলেছে উচ্চমাধ্যমিকের। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলপ্রকাশ করতে চলেছে সংসদ। কলকাতা টিভিকে এমনটাই জানালেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এ বছর ২ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়েছিল। পরীক্ষার্থী সংখ্যা ছিল ৭ লাখ ৪৫ হাজার।করোনার কথা মাথায় রেখে এবছরই প্রথম হোম সেন্টারে পরীক্ষা দেয় পরীক্ষার্থীরা। এ বছর জয়েন্ট এন্ট্রান্স (মেইন) জন্য উচ্চমাধ্যমিকের পরীক্ষার দিন বদলাতে হয়। শেষ তিন দিনের পরিবর্তিত সূচি ঘোষণা  করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।কোভিডের কারণে বহুদিন ক্লাস না হওয়ায় চলতি বছরে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে সিলেবাস কমানো হয়েছিল। কিন্তু সামনের বছর অর্থাৎ ২০২৩-এ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা পূর্ণ সিলেবাসেই হওয়ার কথা। তবে সময় মতো সিলেবাস শেষ না হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

error: Content is protected !!