অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হাইকোর্টে মামলা
বিচার ব্যবস্থার দিকে প্রশ্ন তুলেছেন, আদালত অবমাননা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই দাবিতে আদালতের দ্বারস্থ হলেন আইনজীবী কৌস্তভ বাগচি । দৃষ্টি আকর্ষণ করা হল, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে । আদালত অবমাননার দায়ে কলকাতা হাইকোর্টে স্বতঃপ্রণোদিত মামলা রুজু হয় অভিষেকের বিরুদ্ধে । দুপুর দুটোয় মামলার শুনানি । ২৮ মে শনিবার হলদিয়ার কর্মিসভা থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, আমার বলতেও লজ্জা লাগে যে, বিচারব্যবস্থায় দু-একজন এমন আছেন যাঁরা সম্পূর্ণ যোগসাজশ করে কাজ করছেন তল্পিবাহক হিসেবে ৷ কিছু হলেই সিবিআই দিয়ে দিচ্ছে ৷ খুনের মামলায় তদন্ত বন্ধ করে দিচ্ছে ৷ এই ধরনের মন্তব্য আদালত অবমাননাকর বলে আগেই সরব হয়েছিল বিরোধী দলগুলো । এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আইনজীবী কৌস্তভ বাগচি।