প্রকাশিত হল মাদ্রাসা পরীক্ষার ফলাফল
প্রকাশিত হল এবছরের মাদ্রাসা পরীক্ষার ফলাফল । পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে যে এবার শীর্ষে রয়েছে ছাত্রীরা ৷ সোমবার পর্ষদের তরফে এক সাংবাদিক বৈঠকে ২০২২ সালের হাই-মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল প্রকাশ করা হয় । পর্ষদের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, হাই মাদ্রাসার ক্ষেত্রে পাসের হার হল ৮৭.০২ শতাংশ, আলিম পরীক্ষায় পাসের হার ৮৯.৬৭ এবং ফাজিলে পাসের হার ৯০.৬৩ শতাংশ । এবার পরীক্ষা নেওয়ার ৪০ দিনের মাথায় প্রকাশ হল ফলাফল । তিনটি ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে পারবে পড়ুয়ারা ৷ ওয়েবসাইটগুলি হল – www.wbbme.org , www.wbresults.nic.in , www.exametc.com ৷ এছাড়া এসএমএসের মাধ্যমেও পরীক্ষার ফলাফল জানা যাবে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে ৷ তারা আরও জানিয়েছে যে আজ থেকেই সব হাই-মাদ্রাসা ও সিনিয়র মাদ্রাসার প্রধানদের মাদ্রাসা শিক্ষা পর্ষদের আঞ্চলিক অফিসগুলির বিতরণ কেন্দ্র থেকে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে হবে ।