টানা ৩দিন বন্ধ থাকার পর আজ ব্যান্ডেল স্টেশনে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু

টানা ৩দিন বন্ধ থাকার পর আজ, সোমবার সকাল থেকে ব্যান্ডেলে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হল। সকাল সাড়ে ৯টা থেকে কয়েকটি লোকাল ট্রেন চালানো হয় ব্যান্ডেল স্টেশনে। হাওড়ার দিক থেকে এবং বর্ধমানের দিক থেকে ট্রেন আপাতত আনা হচ্ছে ব্যান্ডেল স্টেশনে। ব্যান্ডেল-নৈহাটি এবং ব্যান্ডেল-কাটোয়া শাখায় ট্রেন চলাচল এখনও বন্ধ। বিকেল ৩টে থেকে পরিষেবা স্বাভাবিক হওয়ার কথা রয়েছে। রেলের আধিকারিকেরা জানান, আবহাওয়া বা অন্য কোনও ধরনের প্রাকৃতিক বিপত্তি দেখা না দিলে এদিন নির্ধারিত সময়েই ট্রেন চলাচল শুরু হবে। রুট রিলে ইন্টারলকিং কেবিন স্থানান্তর ও থার্ড লাইন সম্প্রসারণের জন্য আজ, শুক্রবার থেকে টানা তিনদিন বন্ধ থাকবে ব্যান্ডেল স্টেশন। এর জন্য বাতিল করা হয়েছে ৬৮টি লোকাল ট্রেন ও ১২টি এক্সপ্রেস। বদল হয় বেশ কয়েকটি ট্রেন রুটেরও। তিনটি এক্সপ্রেস ট্রেন ও দুটি মেমুর রুট পরিবর্তন করা হয়। ব্যান্ডেল স্টেশনের রুট রিলে কেবিনটির আধুনিকীকরণ ও স্থানান্তরিত করা হয়েছে। রুট রিলে কেবিনটি সরিয়েই থার্ড লাইন পাতা হয়েছে। যাত্রীদের কথা মাথায় রেখে চুঁচুড়া স্টেশন থেকে হাওড়ার জন্য কিছু ট্রেন চালানো হয়।