হাওয়ালা মামলায় ইডি-র হাতে গ্রেফতার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন
হাওয়ালা মামলায় দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৷ জানা গিয়েছে, কলকাতার একটি সংস্থার হাওয়ালা লেনদেন সংক্রান্ত মামলায় দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকারের এই হেভিওয়েট মন্ত্রীকে গ্রেফতার করেছে ইডি ৷ এর আগে এই আর্থিক দুর্নীতির তদন্তে নেমে সত্যেন্দ্র জৈনের পরিবার ও তাঁর সংস্থার ৪.৮১ কোটি টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ৷ ২০১৮ সালে আর্থিক দুর্নীতির মামলায় সত্যেন্দ্র জৈনকে জেরা করেছিল ইডি ৷ উল্লেখ্য, ২০১৭ সালে সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় সিবিআই একটি কেস দায়ের করে ৷ সেই সূত্রেই ইডির এই গ্রেফতারি বলে খবর ৷ গত ফেব্রুয়ারি মাসে আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেছিলেন, পঞ্জাবে বিধানসভা নির্বাচনের আগে সত্যেন্দ্র জৈনকে গ্রেফতারির চক্রান্ত করছে ইডি ৷