বিমল গুরুং-এর শারীরিক অবস্থার অবনতি
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সিকিমের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হল গোর্খা জনমুক্তি মোর্চা সুপ্রিমো বিমল গুরুংকে । সোমবার সকালে তাঁকে সড়কপথে সিকিমে নিয়ে যাওয়া হয় । সিকিমের এমজি মার্গ রোডের একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন বলে জানা গিয়েছে । এদিন সকালে দার্জিলিং জেলা সদর হাসপাতালে বিমল গুরুংকে দেখতে যান দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা । তিনি দেখা করে বেরনোর পর বিমল গুরুংকে সিকিমে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয় । উন্নত চিকিৎসার জন্যই সিকিমে স্থানান্তরিত করা হয়েছে বলে জানিয়েছেন জেজিএম সাধারণ সম্পাদক রোশন গিরি । জিটিএ নির্বাচনের বিরোধিতায় ২৫ মে থেকে সিংমারিতে দলীয় কার্যালয়েই আমরণ অনশন শুরু করেছিলেন বিমল গুরুং। তাঁকে অনশন প্রত্যাহারের আবেদন জানিয়েছিলেন হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড, রাজ্যের মন্ত্রী বুলুচিক বরাইক, কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা, সাংসদ রাজু বিস্তা এবং অন্য বিজেপি বিধায়করা । রবিবার রাতেই আচমকা শারীরিক অবস্থার অবনতি হয় বিমল গুরুংয়ের । তড়িঘড়ি তাঁকে দার্জিলিং জেলা সদর হাসপাতালে ভর্তি করে অক্সিজেন ও স্যালাইন দেওয়া হয় । তাও তাঁকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ চলছিল । সেইমতো সোমবার সকালে তাঁকে সিকিমে নিয়ে যাওয়া হয় ।