রাজ্য সরকার পেট্রল-ডিজেলের সেস না কমালে নবান্ন অভিযানের হুঁশিয়ারি বিজেপির

এবার রাজ্য সরকারকে পেট্রল-ডিজেলের সেস কমাতে হবে, না হলে নবান্ন অভিযানের হুমকি দিল বিজেপি। বৃহস্পতিবার রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, জিএসটি সমেত কেন্দ্রীয় সরকারের কাছ থেকে রাজ্যের সব বকেয়া পাওনা মঙ্গলবারই মিটিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গ পেয়েছে ৬ হাজার ৫৯১ কোটি টাকা। এবার পেট্রল-ডিজেলের উপর থেকে সেস কমাক তৃণমূল সরকার। সুকান্ত আরও বলেন, ১৫ দিনের মধ্যে পেট্রোল-ডিজেলের দাম কমাতে হবে। পেট্রলে ৫ টাকা ও ডিজেলে ১০ টাকা দাম না কমালে নবান্ন ঘেরাও করবে বিজেপি। এছাড়া তাদের আরও দাবি, আদালতের নির্দেশ মেনে অবিলম্বে কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মীদের ডিএ দিতে হবে। 

error: Content is protected !!