অ্যাকশন প্যাকড বিস্ফোরণ কিং খানের! ২০২৩-এই আসছে ‘জওয়ান’

 গত বছর বেশ কয়েকটা ছবির ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, একসঙ্গে বেশ কয়েকটি ছবি আসতে চলেছে তাঁর। দীপিকা পাড়ুকোনের সঙ্গে ‘পাঠান’ এবং রাজকুমার হিরানির পরিচালনায় ‘ডাঙ্কি’ আসছে শীঘ্রই।  আবার শাহরুখ খানকে ক্যামিও চরিত্রে দেখা যাবে সলমন খানের ‘সুলতান’ ছবিতে। এর পাশাপাশি কয়েকদিন আগেই পরিচালক রাজকুমার হিরানি ঘোষণা করেন যে, বলিউডের বাদশার সঙ্গে তাঁর আগামী ছবি ‘ডাঙ্কি’ আসছে। এর পাশাপাশি পরিচালক অ্যাটলির (Atlee) পরবর্তী ছবিতে যে থাকতে চলেছেন কিং খান, তা শোনা গেলেও নাম জানা যায়নি। অবশেষে আজ সেই ছবির নাম জানা গেল। এবার অনুরাগীদের অপেক্ষার প্রহর গোনা শেষ কারণ সামনে এল শাহরুখের এই ছবির ফার্স্ট লুক ৷ শাহরুখের প্রথম লুক এবং ছবির পোস্টার সামনে আসতেই রীতিমত উত্তেজিত ফ্যানেরা ৷ শাহরুখকে ছবিতে দেখা গিয়েছে গ্ল্যামারাস হিরোর বেশে ৷ তাঁর স্যুট, মাথার টুপি, হাতের ধূমায়িত চুরুট সবই রীতিমত নজর কেড়েছে ফ্যানেদের ৷ আর তাই ছবির প্রথম পোস্টার মুক্তি পেতে না পেতেই তা এখন ভাইরাল নেটপাড়ায় ৷ প্রসঙ্গত, বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, অ্যাটলির পরিচালিত শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ ছবিতে দেখা যাবে দক্ষিণে।

error: Content is protected !!