বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ১৭টি নতুন ব্যাটারিচালিত গাড়ি চালু করল কলকাতা পুলিশ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কলকাতা পুলিশের বিশেষ উদ্যোগ ১৫ বছরের পুরনো কলকাতা পুলিসের সব গাড়ি বদলে ফেলা হচ্ছে। তার সঙ্গে শহরের রাস্তায় আর পেট্রল ডিজেল চালিত গাড়ি নয় এবার নিয়ে আসা হচ্ছে ইলেকট্রিক গাড়ি। প্রায় ২৫৬ টি নতুন গাড়ি বা ব্যাটারিচালিত গাড়ি চালানো হবে কলকাতা পুলিশের তরফে।প্রাথমিকভাবে এদিন বিশ্ব পরিবেশ দিবসের দিন প্রাথমিকভাবে ১৭ টি গাড়ি শহরের রাস্তায় নামানো হল

আনুষ্ঠানিকভাবে। গাড়িগুলি কলকাতা পুলিশের নানা কাজে ব্যবহৃত হবে। পাশাপাশি এদিন বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়। রবিবার কলকাতা পুলিশের তরফে  ময়দানের পুলিশ অ্যাথলেটিক ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে ১৭টি গাড়ি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের নগরপাল বিনীতকুমার গোয়েল, অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব, অভিনেত্রী রুক্মিণী মৈত্র। আজ গাড়িগুলি ফ্ল্যাশ করা হয় ময়দান টেন্টের  সামনে থেকে।

error: Content is protected !!