ভবানীপুরে রহস্যজনকভাবে খুন দম্পতি

ভাবনীপুরে এক বাড়ি থেকে গুজরাতি দম্পতির রক্তাত্ব দেহ উদ্ধারের পরই নতুন করে রহস্য দানা বাঁধতে শুরু করেছে। আলমারির দরজা খোলা। ঘরের মধ্যেই ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে কাপড়। অন্য জিনিস। রক্তের ছোপ ঘরের অন্যত্র। প্রায় সব জায়গায়। দেহে একাধিক চোট আঘাত। সোমবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই ঘটনা সামনে আসতেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি নিছক খুন? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ। ঘর থেকে কোনও কিছু চুরি গিয়েছি কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আলমারির দরজা হাট করে খোলা থাকায়, চুরির উদ্দেশ্য একে বারে উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। তাহলে কি চুরি করতে এসে, বাধা পায় দুষ্কৃতীরা। তখনই আক্রশের বসে ওই দম্পতির উপর চড়াও হয় না। ২০০৫ থেকে ওই এলাকায় রয়েছেন দম্পতি। প্রাথমিক তদন্ত শুরু করার পর পরিস্থিতি দেখে চুরির বিষয়টি একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও, পুলিস বা গোয়েন্দারা এখনই এ বিষয় কোনও মন্তব্য করতে রাজি নন। শাহ-দম্পতির দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিস কুকুর এনে খানা তল্লাসি করা শুরু হয়েছে। খতিয়ে দেখা শুরু হয়েছে এলাকার সিসিটিভি ফুটেজও। আজ সারা দিন ওই রাস্তা দিয়ে কারা কারা চলাফেরা করেছেন, সে দিকটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

error: Content is protected !!