উচ্চ মাধ্যমিকে রেকর্ড, মেধাতালিকায় ২৭২জন

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল ৷ এ বছর পাশের হার ৮৮.৪৪ শতাংশ ৷ ওই ওয়েবসাইটগুলি থেকে মার্কশিটের প্রিন্ট আউটও বের করে নিতে পারবেন তাঁরা ৷ আগামী ২০ জুন থেকে প্রতিটি স্কুলে মার্কশিট দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে ৷ এ বছর পরীক্ষা হয় অফলাইনে ৷ পরীক্ষা চলে চলতি বছরের ২ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ৷ মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল ৯৯৮ ৷ পরীক্ষা দেওয়ার জন্য নথিভুক্ত হয়েছিল ৭৪৪৬৫৫ জনের নাম ৷ পরীক্ষা দেন ৭ লক্ষ ৪৫ হাজার ছাত্রছাত্রী ৷ এ বার ছাত্রীদের সংখ্যা ৬৫ হাজার ৪৮৬ জন বেশি ছিল ৷ এবারের উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে রয়েছেন ২৭২ জন ৷ তাঁদের মধ্যে ছাত্রের সংখ্যা ১৪৪ জন । ১২৮ জন ছাত্রী ।  প্রথম অদিশা দেবশর্মা, দিনহাটা, কোচবিহার। প্রাপ্ত নম্বর ৪৯৮, দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুল। দ্বিতীয় পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ সামন্ত, জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তন স্কুল, প্রাপ্ত নম্বর ৪৯৭। তৃতীয় হয়েছেন চার জন। রোহিত সেন, সোহন দাস, অভীক দাস এবং পরিচয় পারি। এঁদের প্রাপ্ত নম্বর ৪৯৬। উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পঞ্চম স্থানে ১১ জন। প্রাপ্ত নম্বর ৪৯৪।  ষষ্ঠ স্থানে রয়েছেন ৩২ জন। উচ্চ মাধ্যমিকের সপ্তম স্থানে রয়েছেন ৩৭ জন। প্রাপ্ত নম্বর ৪৯২। অষ্টম স্থানে রয়েছেন মোট ৫৫ জন। প্রাপ্ত নম্বর ৪৯১। নবম স্থানে মোট ৫৪ জন। প্রাপ্ত নম্বর ৪৯০। 

এ বছর উচ্চমাধ্যমিকের সংক্ষিপ্ত মেধাতালিকা – 

  • প্রথম  –  অদিশা দেবশর্মা দিনহাটা শনিদেবী জৈন হাই স্কুল (কোচবিহার)। প্রাপ্ত নম্বর ৪৯৮
  • দ্বিতীয় – সায়নদীপ সামন্ত, জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তন (পশ্চিম মেদিনীপুর)। প্রাপ্ত  নম্বর ৪৯৭ 
  • তৃতীয় – রোহিন সেন,পাঠভবন (কলকাতা), সোহম দাস, হুগলি কলেজিয়েট স্কুল, অভীক দাস, কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউট (পূর্ব বর্ধমান), পরিচয় পারি, জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তন (পশ্চিম মেদিনীপুর)। প্রাপ্ত নম্বর ৪৯৬।
  • চতুর্থ –  ৮ জন। প্রাপ্ত নম্বর ৪৯৫
  • পঞ্চম – ১১ জন। প্রাপ্ত নম্বর ৪৯৪
  • ষষ্ঠ –  ৩২ জন। প্রাপ্ত নম্বর ৪৯৩
  • সপ্তম – ৩৭ জন। প্রাপ্ত নম্বর ৪৯২
  • অষ্টম – ৫৫ জন। প্রাপ্ত নম্বর ৪৯১
  • নবম –  ৫৪ জন। প্রাপ্ত নম্বর ৪৯০
  • দশম –  ৬৯ জন, প্রাপ্ত নম্বর ৪৮৯

২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল যে ওয়েবসাইটে দেখা যাবে সেগুলি হল –

www.wbchse.nic.in www.wbresults.nic.in www.indiaresults.com www.exametc.com www.results.siksha.com

error: Content is protected !!