বিজেপি নেত্রী নূপুরের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে আজও অবরোধ পার্কসার্কাস ও উলুবেড়িয়ায়

বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য। এর প্রতিবাদে দেশে-বিদেশে প্রতিবাদ শুরু হয়েছে। যার প্রভাব পড়েছে এ রাজ্যেও। বৃহস্পতিবার হাওড়ার ডোমজুড়ে দীর্ঘ সময় ধরে রাস্তা অবরোধ করেন একদল মানুষ। তাঁরা রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। শুক্রবারও প্রায় একই ছবি দেখা গেল পার্কসার্কাস ও উলুবেড়িয়ায়। পার্কসার্কাস ছাড়াও পোর্টের কাচ্চি সড়ক রোডে অবরোধ চলছে। সেভেন পয়েন্ট জমায়েতের জেরে সংলগ্ন রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। এমনকী কাচ্চি সড়ক রোডে অবরোধের জন্য CGR রোডে যানজট তৈরি হয়েছে। বিক্ষোভকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরি হয়েছে এলাকা জুড়ে।

error: Content is protected !!