আসতে চলেছে এক অভিনব ডান্স রিয়েলিটি শো ‘বেঙ্গলস ডান্সিং আইডল’
আসতে চলেছে এক অভিনব ডান্স রিয়েলিটি শো ‘বেঙ্গলস ডান্সিং আইডল’। অভিরূপ মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট-এর উদ্যোগে এই রিয়েলিটি শো হতে চলেছে সারা বাংলার বিভিন্ন প্রান্তের নৃত্যশিল্পীদের নিয়ে। ইতিমধ্যেই বাংলার বিভিন্ন জেলায় এই শোয়ের অডিশন পর্ব শুরু হয়ে গিয়েছে। অডিশনের জন্য যোগাযোগ করতে হবে ৯৪৭৭৮০৩০০৯ নম্বরে।