হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া

হৃদরোগে আক্রান্ত হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়া। তাঁর করোনারি হার্ট অ্যাটাক হয়েছে বলে খবর। শনিবার তিনি আচমকা গুলশনে নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই নিয়ে যাওয়া হয় এক বেসরকারি হাসপাতালে। তড়িঘড়ি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। খালেদা জিয়ার দ্রুত অ্যাঞ্জিওগ্রাম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, হাসপাতাল সূত্রে খবর এমনই। ৭৭ বছর বয়সী বেগম খালেদা জিয়া এমনিতেই অসুস্থ। নানা শারীরিক সমস্যা নিয়ে বিদেশেও চিকিৎসাধীন ছিলেন তিনি। এই মুহূর্তে বাংলাদেশেই রয়েছে। একাধিক মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে।

error: Content is protected !!