
‘যোগানদার অধিকারী ব্ল্যাকবোর্ড নেবেন কেন ব্ল্যাকমানি নিয়েছেন’, শুভেন্দুকে পালটা দিলেন পার্থ চট্টোপাধ্যায়
“ট্রান্সফার বা চাকরি তো দূরের কথা, পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে একটা ব্ল্যাকবোর্ডও নিইনি ।” সোমবার রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে এই দাবি করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । জানিয়েছিলেন, এমন অভিযোগ প্রমাণ করতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন । মঙ্গলবার শুভেন্দুকে এর পালটা জবাব দিলেন পরিষদীয় মন্ত্রী তথা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন শুভেন্দু অধিকারীকে ‘যোগানদার অধিকারী’ বলে সম্বোধন করেন পার্থ চট্টোপাধ্যায় ৷ তারপর বলেন, “উনি ব্ল্যাকবোর্ড নেবেন কেন! ব্ল্যাকমানি নিয়েছেন ।” সোমবার বিধানসভায় নাম না-করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বলেছিলেন, “মেদিনীপুরে চাকরি কে দিয়েছিল ? পুরুলিয়ার চাকরি মেদিনীপুরে গেল কি করে ? মন্দারমনির ছেলেদের চাকরি চলে গেলে কি হবে দাদামণি ?” এর পালটা বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী তিনি দাবি করেন,.২০১৩ সালে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী হয়েছিলেন । তখন থেকে তিনি একটি ব্ল্যাকবোর্ডও চাননি প্রাক্তন শিক্ষামন্ত্রীর কাছ থেকে । পার্থর কাছে কখনও চাকরি পাইয়ে দেওয়া বা বদলির আবেদন করেননি । চ্যালেঞ্জের সুরে শুভেন্দু অধিকারী বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারেন, তাহলে রাজনীতি থেকে অবসর নেবেন তিনি ৷ এদিন বিধানসভায় দাঁড়িয়ে এর জবাব দিলেন পার্থ চট্টোপাধ্যায় । রীতিমতো বিস্ফোরক অভিযোগ তাঁর । পার্থ বলেন, “ব্ল্যাকবোর্ড শিক্ষার জিনিস, তা নেবেন কেন, শুভেন্দু অধিকারী তো ব্ল্যাকমানি নিয়েছেন ।”