পরিচালক তরুণ মজুমদারের শারীরিক অবস্থা সঙ্কটজনক, হাসপাতালে এলেন মুখ্যমন্ত্রী

পরিচালক তরুণ মজুমদারের স্বাস্থ্যের খবর নিতে বৃহস্পতিবার হাসপাতালে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন বর্ষীয়ান এই চিত্র পরিচালক। কয়েক বছর ধরেই শরীরে বাসা বেঁধেছে কিডনির সমস্যা। ফুসফুসও রোগে আক্রান্ত। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দিন কয়েক আগেই এসএসকেএম-এ ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসার জন্য গঠন করা হয়েছে বিশেষ মেডিক্যাল বোর্ড। মেডিসিন বিশেষজ্ঞ সৌমিত্র ঘোষ, হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডল-সহ আরও কয়েকজন চিকিৎসক মিলে চিকিৎসা করছেন পরিচালককে।  তরুণ মজুমদারকে দেখতে এর আগে হাসপাতালে গিয়েছিলেন বাম নেতা বিমান বসু, কান্তি গঙ্গোপাধ্যায়।

error: Content is protected !!