দুর্গাপুরে অন্তর্বাস পরে ট্রেনের কামরায় জওয়ান, প্রতিবাদ করায় যুবতীর শ্লীলতাহানি

কালকা মেলে মহিলা কামরায় এক যুবতীর শ্লীলতাহানির অভিযোগ উঠল। অভিযুক্ত সেনাবাহিনীর এক জওয়ান। সোমবার রাতের কালকা মেলে হাওড়া থেকে দুর্গাপুর ফেরার সময় এই ঘটনা ঘটে। মঙ্গলবার আসানসোল কোর্টে লিখিত অভিযোগ দায়ের করে মহিলার পরিবার। নির্যাতিতা মহিলা জানান, সোমবার রাত ৯টা ৫০-এর কালকা মেলে হাওড়া থেকে দুর্গাপুর ফিরছিলেন তিনি। অভিযোগ, এসএসবি ব্যাটালিয়নের এক জওয়ান ট্রেনের মধ্যে শুধু অন্তর্বাস পরে ঘুরছিল। যাত্রীরা প্রতিবাদ করায় একটি প্যান্ট পরেই ট্রেনের মধ্যে ঘোরাফেরা করছিল সে। দুর্গাপুর আসার আগে অন্ডালে ওই জওয়ান হঠাৎই ওই মহিলাকে জাপটে ধরে। তারপরও অন্ডাল থেকে দুর্গাপুর আসা পর্যন্ত নানাভাবে শ্লীলতাহানি করে ওই জওয়ান। এমনকি অভিযু্ক্ত মত্ত অবস্থায় ছিল বলেও দাবি করেন মহিলা। দুর্গাপুর স্টেশন এলে অভিযুক্ত ওই জওয়ান বাথরুমের ভেতর ঢুকে পড়ে। স্টেশনে আরপিএফ অফিসারকে এই ঘটনা জানানোর পর তাকে বাথরুম থেকে বের করে আটক করে পুলিস। মহিলার বয়ান রেকর্ড করে অভিযুক্তকে নিয়ে যাওয়া হয় অন্ডালের জিআরপি অফিসে। মঙ্গলবার আসানসোল কোর্টে ওই জওয়ানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে মহিলার পরিবার।

error: Content is protected !!