
ভাটপাড়ায় ব্যবসায়ীকে গুলি করে খুন
ফের অশান্তি ভাটপাড়ায়। এবার ১২ নম্বর ওয়ার্ডের বাকড় মহল্লায় এক যুবককে গুলি করে খুনের অভিযোগ। মৃতের নাম- সালাউদ্দিন আনসারি। পেশায় তিনি ইমারতি ব্যবসায়ী। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল উত্তেজনা্র সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, আচমকায় ২-৩ জন সালাউদ্দিনকে লক্ষ্য এসে গুলি চালায়। তাঁর মাথায় গুলি লাগে। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই ইমারতি ব্যবসায়ীর।