
মণিপুরে ভয়াবহ ভূমিধসের মৃতের সংখ্যা বেড়ে ৮১, নিখোঁজ ৫০
মণিপুরে ভয়াবহ ভূমিধসের ঘটনায় এখনও অবধি ৮১ জনের মৃত্যু হয়েছে। আজ, শনিবার অকুস্থল পরিদর্শন করতে এসে এমনটাই জানিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন্দ্র সিং। এই ঘটনাকে রাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা বলে উল্লেখ করেছেন তিনি। এখনও অবধি ধ্বংসস্তুপের তলায় চাপা পড়ে নিখোঁজ ৫০ জন। ঝড়ের গতিতে উদ্ধারকাজ চালাচ্ছে সেনাবাহিনী ও বিপর্যয় মোকাবিলা দপ্তর। খারাপ আবহাওয়া ও বৃষ্টিপাতের কারণে উদ্ধারকাজে অনেকটাই দেরি হচ্ছে। সূত্রের খবর, যে জায়গায় ধস হয় সেটি সেনাবাহিনীর একটি সেনাক্যাম্পের আওতায় পড়ে। এখনও অবধি ১৮জন জওয়ানের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যাদের মধ্যে ১০জন উত্তরবঙ্গের বাসিন্দা। বাংলার নিহত জওয়ানদের পরিবারে পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্ধারকাজ সম্পন্ন হতে এখনও ২ থেকে ৩দিন লাগবে বলে জানিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন্দ্র সিংহ। মৃত জওয়াদের দেহ দেশজুড়ে তাদের পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। মণিপুরের মুখ্যমন্ত্রীকে এই পরিস্থিতিতে সকল সাহায্য করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।