এবার দুবাইগামী স্পাইসজেটের বিমানে বিপত্তি, জরুরি অবতরণ করাচিতে

দিল্লি থেকে দুবাইগামী স্পাইসজেটের ফ্লাইটে বিপত্তি। বিমানের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে পাকিস্তানের করাচিতে অবতরণ করেছে বিমানটি। তবে বিমানের সব যাত্রী নিরাপদে আছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, স্পাইসজেটের বোয়িং বি৭৩৭-৮ ম্যাক্স (ভিটি-এমএক্সজি) বিমানটির বাঁদিকের ট্যাংকে জ্বালানির পরিমাণ কমে গিয়েছিল। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সত্ত্বেও কী করে জ্বালানির পরিমাণ কমে গিয়েছিল, তা নিয়ে চিন্তিত স্পাইসজেট কর্তৃপক্ষও। মাঝ আকাশে বড় দুর্ঘটনা এড়াতে তাই করাচিতেই বিমানটির এমারজেন্সি ল্যান্ডিং করান সংশ্লিষ্ট বিমানের পাইলট। এদিকে, কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ইন্ডিকেটর লাইট ঠিকমতো কাজ না করায় এই জরুতি অবতরণ করানো হয়েছে।

error: Content is protected !!