ফের রান্নার গ্যাসের দাম বাড়লো ৫০ টাকা

 আরও দামি হল রান্নার গ্যাস ৷ গৃহস্থের ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারপিছু দাম বাড়ল ৫০ টাকা৷ আজ থেকেই এই দাম কার্যকরী হয়েছে ৷ এক ধাক্কায় এতটা মূল্যবৃদ্ধির ফলে আবারও মাথায় চিন্তার হাত পড়ল মধ্যবিত্তের ৷ বুধবার রান্নার গ্যাস সিলিন্ডারের দামবৃদ্ধির কথা ঘোষণা করে অয়েল মার্কেটিং কোম্পানি। গৃহস্থের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম আগে কলকাতায় ছিল ১০২৯ টাকা, দিল্লিতে ছিল ১০০৩ টাকা, মুম্বইতে ছিল ১০০২.৫০ টাকা এবং চেন্নাইতে ছিল ১০৫৮.৫০ টাকা ৷ মূল্যবৃদ্ধির ফলে মেট্রো শহরগুলিতে কোথায় কত দাম হল তা দেখে নেব একনজরে –

শহরনয়া দাম/সিলিন্ডার
কলকাতা₹১,০৭৯.০০
দিল্লি₹১০৫৩.০০
মুম্বই₹১,০৫২.০০
চেন্নাই₹১,০৬৮.৫০

error: Content is protected !!