গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত ১৮ হাজার ৯৩০

 গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৯৩০ জন। দীর্ঘ কিছুমাস পর ফের বেড়েছে করোনার সংক্রমণের গ্রাফ। ১৭ শতাংশ সংক্রমণ বেড়েছে গোটা দেশে। সংক্রমণ ১৫ হাজারের গণ্ডির বাইরেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৫ জন রোগীর। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ১৯ হাজার ৪৫৭। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৫ লক্ষ ৬৬ হাজার ৭৩৯ জন। এপর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৩০৫ জন রোগীর। গতকাল পর্যন্ত দেশে মোট ১৯৭ কোটির বেশি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৪ হাজার ৬৫০ জন।

error: Content is protected !!