অমরনাথে মেঘভাঙা বৃষ্টির জের, মৃত অন্তত ৯জন, নিখোঁজ বহু

মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু ও কাশ্মীরের অমরনাথ তীর্থক্ষেত্র। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ অমরনাথ গুহা এবং কালীমাতার মাঝামাঝি এলাকায় অল্প সময়ের মধ্যে প্রবল বৃষ্টি হয়। তা থেকে প্রবল জলস্ফীতি এবং প্লাবনে ২৫টি পুণ্যার্থীর শিবির ভেসে গিয়েছে। অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর। পুলিশ জানিয়েছে, এলাকায় থাকা অনেকেরই খোঁজ পাওয়া যাচ্ছে না। আশঙ্কা, মৃতের সংখ্যা বাড়তে পারে আরও।

error: Content is protected !!