কলকাতায় প্রচারে এসে স্বামীজির বাড়িতে দ্রৌপদী মুর্মু

গতকাল কলকাতা পৌঁছে গিয়েছিলেন এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। তারপর রাত্রিযাপন করেছিলেন একটি পাঁচতারা হোটেলে। আজ, মঙ্গলবার স্বামীজীর জন্মভিটে পরিদর্শন করলেন দ্রৌপদী মুর্মু। স্বামী বিবেকানন্দের জন্মভিটে পরিদর্শন করেই দিনের শুরু করলেন এনডিএ শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার দিন সকাল ৯ টা নাগাদ হোটেল থেকে স্বামীজীর শিমলা স্ট্রিটের বাড়ির উদ্দেশে রওনা দেন দ্রৌপদী। তারপরে স্বামী বিবেকানন্দের বাড়িতে এসে স্বামীজীর মূর্তিতে মাল্যদান করেন তিনি। পরিদর্শন করেন স্বামীজীর জন্মভিটে। তাঁর সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ও একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ৷ অংশ নেন ধর্মীয় আচারে ৷ স্বামীজির ছবিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা দেবী এবং তাঁদের পাশেই থাকা দেবী কালীর মূর্তিতেও শ্রদ্ধা জানান দ্রৌপদী মুর্মু । সন্ন্যাসী ও মহরাজদের সঙ্গে অংশ নেন বিশেষ প্রার্থনায় ৷ রাষ্ট্রপতি পদপ্রার্থীকে একটি শাল, স্বামীজির ছবি, তাঁর বই ও একটি শাড়ি উপহার দেন সন্ন্যাসীরা । মিনিট কুড়ি সেখানে কাটান তিনি ৷ স্বামীজীর জন্মভিটে পরিদর্শন করার পরে তিনি ফিরে যান পাঁচতারা হোটেলে। সূত্রে খবর, এখানে বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠক করবেন দ্রৌপদী মুর্মু। পদ্মশিবিরের সাংসদদের নিয়েও হবে বৈঠক। গতকাল বিমান থেকে দ্রৌপদী মুর্মু বেরিয়ে আসার পরেই তাঁকে উত্তরীয় এবং ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান বঙ্গ বিজেপি নেতৃত্ব। বিমানবন্দরের বাইরে বিজেপি কর্মী এবং সমর্থকরা রব তোলেন, ‘ভারত মাতা কি জয়’, ‘জয় শ্রী রাম’, ‘দ্রৌপদী মুর্মু স্বাগতম’।

error: Content is protected !!