আগামীকাল থেকে শুরু শিয়ালদহ মেট্রো পরিষেবা, জেনে নিন সময়সূচি

আগামীকাল থেকে শুরু হতে চলেছে শিয়ালদহ মেট্রো পরিষেবা। মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, আগামিকাল সকাল ১০টার সময় শিয়ালদহ মেট্রো স্টেশন পরিদর্শনে যাবেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং অন্যান্য নেতৃত্ব । ইস্ট-ওয়েস্ট মেট্রোর এই পরিষেবা শুরু হওয়া নিয়ে মানুষের মধ্যে দেখা গিয়েছে যথেষ্ট উত্তেজনা । কারণ একবার এই স্টেশন থেকে পরিষেবা চালু হয়ে গেলে উপকৃত হবেন লক্ষ লক্ষ মানুষ ৷ যারা প্রতিদিন শিয়ালদহ স্টেশন হয়ে যাতায়াত করেন তাঁদের অনেকটা সুবিধা হবে । পাশাপাশি সল্টলেক সেক্টর ৫-এর আইটি হাবের কর্মীদের জন্যে সবচেয়ে সুগম হবে এই পথ ৷ অনেক কম সময়ে অফিস পৌঁছনোর মোক্ষম মাধ্যম হবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ স্টেশন । আগামিকাল থেকে শিয়ালদহ ও সল্টলেক সেক্টর ৫-এর মধ্যে চলবে মোট ১০০টি মেট্রো ৷ তারমধ্যে ৫০টি ইস্ট বাউন্ড ও ৫০টি ওয়েস্ট বাউন্ড । কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, দিনের ব্যস্ত সময়ে প্রতি ১৫ মিনিট অন্তর মিলবে মেট্রো । অন্যদিকে দিনের বাকি সময় দু’টি ট্রেনের মধ্যে সময়ের ব্যবধান থাকবে ২০ মিনিটের । শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ৫ যাওয়ার প্রথম মেট্রো সকাল ৬.৫৫ মিনিটে । অন্যদিকে সল্টলেক সেক্টর ৫ থেকে শিয়ালদহ যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৭টার সময় । শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ৫ যাওয়ার দিনের শেষ মেট্রো মিলবে রাত ৯টা ৩৫ মিনিটে । সল্টলেক সেক্টর ৫ থেকে শিয়ালদা যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে ৯ টা ৪০ মিনিটে । এই পরিষেবা পাওয়া যাবে সোমবার থেকে শনিবার পর্যন্ত ।

error: Content is protected !!