কালীঘাট মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

আবারও আত্মহত্যার চেষ্টা মেট্রোয় ৷ যার জেরে অফিসের ব্যস্ত সময়ে বন্ধ রাখতে হল পরিষেবা ৷ চরম দুর্ভোগে পড়লেন যাত্রীরা ৷ আজ সকাল ১০ টা ২৮ মিনিট নাগাদ কালীঘাট মেট্রো স্টেশনের ডাউন লাইনে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি। গত পাঁচ দিনে এই নিয়ে দ্বিতীয় বার ঘটল এমন ঘটনা। এই ঘটনায় আচমকাই ডাউন লাইনে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করছে। যার ফলে নাকাল হতে হচ্ছে যাত্রীদের । এর জেরে টালিগঞ্জ থেকে গড়িয়া এবং দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলছিল ৷ অবশেষে ৪৫ মিনিট পর মেট্রো চলাচল স্বাভাবিক হয় বলে জানা গেছে।

error: Content is protected !!