বানরহাটে ২০ কেজি কচ্ছপের মাংস উদ্ধার করল বনদপ্তর

বনদপ্তর উদ্ধার করল কুড়ি কিলো কচ্ছপের মাংস। আজ সাতসকালে গোপন সূত্রে খবর পেয়ে বানরহাট ব্লকের নাথুয়াহাট পুরাতন বাজার এলাকায় হানা দিয়ে প্রায় ২০ কিলো কচ্ছপের মাংস উদ্ধার করে বন দপ্তর। বনদপ্তরের নাথুয়া রেঞ্জের আধিকারিকরা এই অভিয়ান চালান। তবে মাংস পেলেও পালিয়ে যায় মাংসের বিক্রেতা দুই যুবক। তাদের খোজ চালানো হচ্ছে। ওই দুই যুবকের বিরুদ্ধে বন্যপ্রাণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে বনদপ্তরের তরফে। কচ্ছপ গুলি ডায়ানা ও মূর্তির জঙ্গল লাগোয়া নদী থেকে ধরে আনা হয়েছিল বলে অনুমান বনদপ্তরের। সেগুলির মাংস চড়া দামে বিক্রি করার চেষ্টা চালানো হচ্ছিল।

error: Content is protected !!