আউশগ্রামে ২টি বিশালাকার গোখরো সাপ উদ্ধার করলো বনদপ্তর

আউশগ্রামে আজ সকালে দুটি বিশালাকার গোখরো সাপ উদ্ধার করল বনদপ্তর। প্রথমে আউশগ্রামের বাহাদুরপুর গ্রামে শিকারে বেড়িয়ে জালে জড়িয়ে আটকে ছিল একটি বিশাল দৈর্ঘ্যের গোখরো। শেষে জাল কেটে উদ্ধার করে বনদপ্তর। এদিন স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে আউশগ্রামের বিট অফিসার হিমাংশু মণ্ডল তাঁর সহকর্মীদের নিয়ে বাহাদুরপুর গ্রামে আসেন। দেখা যায় একটি পুকুরঘাটের কাছে বাঁশবনে একটি জালের মধ্যে আটকে রয়েছে প্রায় সাড়ে পাঁচ ফুট দৈর্ঘ্যের একটি গোখরো সাপ। জাল কেটে সাপটি উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হয়।  এরপর আউশগ্রামের লক্ষীগঞ্জ গ্রামে আরও একটি বিশালাকার গোখরো সাপ উদ্ধার করে বনদপ্তর। সেটি ওই গ্রামের  গৃহস্থের বাড়িতে মুরগির খুপরিঘরে ঢুকে শিকারে এসেছিল। পরিবারের পক্ষ থেকে বনদপ্তরকে জানানোর পর ওই সাপটি উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হয়। জানা যায় লক্ষীগঞ্জ গ্রামের বাসিন্দা  তুলসি বালা মুরগি পোষেন। তিনি জানান তাঁর বাড়িতে মুরগি রাখার খুপরিঘর থেকে মুরগিগুলির ছটফট করার আওয়াজ আসে। গিয়ে দেখেন একটি বড়সড় গোখরো সাপ। ভয় পেয়ে যান তিনি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বনদপ্তরকে। তারপরেই উদ্ধার করা হয়।

error: Content is protected !!