হরিয়ানায় ডিএসপি খুনে গ্রেফতার মূল অভিযুক্ত

হরিয়ানা কাণ্ডে মূল অভিযুক্তকে গ্রেফতার করল নুহ পুলিস। বুধবার ধৃত ওই ট্রাক চালক সাব্বির ওরফে মিত্তারকে রাজস্থানের ভরতপুর জেলা থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে এই ঘটনায় ইক্কারকে গ্রেফতার করেছিল পুলিস। তাকে জিজ্ঞাসাবাদ করে সাব্বিরের খোঁজ পায় পুলিস। নুহ-র পুলিস সুপার বরুণ সিংলা জানান, ঘটনার পর সাব্বির পাচগাঁও থেকে পালিয়ে তার আত্মীয়দের বাড়িতে গা ঢাকা দিয়েছিল। তাকে রাজস্থানের ভরতপুরের পাহাড়ি থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। বাকিদের খোঁজেও তল্লাশি করা হচ্ছে।

error: Content is protected !!