
শর্ত সাপেক্ষে ২১ জুলাই রাত ৮ টায় শুভেন্দুকে সভা করার অনুমতি দিল হাইকোর্ট
আগামীকাল, ২১ জুলাই শর্ত সাপেক্ষে শুভেন্দু অধিকারীর সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিকেলে নয়, রাত ৮ টায় সভা করার অনুমতি দিল আদালত। বুধবার কলকাতা হাইকোর্ট বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে ২১ জুলাই শর্ত সাপেক্ষে সভা করার অনুমতি দেয়। বুধবার এই সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয়, রাত ৮টায় সভা শুরু করতে পারবে বিজেপি। ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে লোক সভায় যোগ দিতে যেতে পারবে। যদিও রাত ৮ টায় সভা শুরু করলেও তা রাত ১০টার পরে আর চালানো যাবে না। এর পাশাপাশি এদিন আরও বেশকিছু শর্ত দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ, সভায় ২০টির বেশি লাউডস্পিকার ব্যবহার করা যাবে না। ওই সভা থেকে কোনও উস্কানিমূলক ভাষণ দেওয়া যাবে না বলেও এদিন আদালত নির্দেশ দিয়েছে। এই সভায় লাউড স্পিকার লাগানোর বিষয়ে উলুবেড়িয়ার মহকুমাশাসককে স্বাধীনতা দিয়েছে আদালত। মহকুমাশাসক ঠিক করতে পারবেন কোথায় লাউডস্পিকার লাগানো যাবে। ২০টির বেশি লাউডস্পিকার লাগানো হলে তিনি তা বাদ দিতে পারবেন। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি নির্দেশ দেন, বিজেপির দলীয় দফতরের সামনে সভা করতে হবে। তার জন্য বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে স্থানীয় থানাকে সভাস্থল সম্পর্কে জানাতে হবে বিজেপিকে। থানা থেকে পুলিশ সভাস্থল পরিদর্শন করে দেখবে সভাস্থলটি দু’হাজার মানুষের জন্য পর্যাপ্ত কি না। দু’হাজার মানুষের জন্য সভাস্থল পর্যাপ্ত না হলে কত জনকে নিয়ে সভা করবে বিজেপি তা পুলিশকে অবগত করতে হবে। উল্লেখ্য বিজেপি অন্য জায়গায় সভা করার অনুমতি চেয়েছিল। কিন্তু আদালত এদিন সেই জায়গায় সভা করার অনুমতি দেয়নি। তার বদলে বিজেপির দলীয় অফিসের কাছে সভা করার অনুমতি দেয় আদালত। এদিন বিচারপতি আরও নির্দেশ দেন, সভার কারণে জাতীয় সড়ক যাতে অবরুদ্ধ না হয় তা খেয়াল রাখতে হবে।