হাইকোর্টের শর্তসাপেক্ষে অনুমতিতেও একুশের বিজেপির সভা বাতিল, ঘোষণা শুভেন্দুর

বিজেপিকে আগামীকাল, বৃহস্পতিবার হাওড়ার উলুবেড়িয়ায় সভা করার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ তবে একাধিক শর্ত আরোপ করেছিল উচ্চ আদালত ৷ যদিও আগামিকাল সেখানে সভা করছে না বিজেপি ৷ হাইকোর্টের রায়ের কয়েক ঘণ্টা পর এই ঘোষণা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এদিন তিনি হাওড়ার উলুবেড়িয়াতেই ছিলেন ৷ সেখান থেকেই এই ঘোষণা করেন ৷ একুশের সমাবেশের দিনে উলুবেড়িয়ায় সভা করতে বাধা দেওয়ার প্রতিবাদে পালটা ২৭ জুলাই প্রতিবাদ সভার ডাক দিয়েছে বিজেপি। সেদিন হাওড়া গ্রামীণের পুলিশ সুপারের অফিস অভিযান করা হবে বলে জানিয়েছে গেরুয়া শিবির।

error: Content is protected !!