কেরলেই খোঁজ মিলল দেশের তৃতীয় মাঙ্কিপক্স আক্রান্তের
দেশে তৃতীয় মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ মিলল ৷ আক্রান্ত ব্যক্তি কেরলের মল্লপুরমের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ এর আগেও ২ মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ মিলেছিল কেরলেই ৷ জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তি গত 6 জুলাই সংযুক্ত আরব আমিরশাহী থেকে দেশে ফিরেছিলেন ৷ ১৩ জুলাই তিনি অসুস্থ হয়ে পড়েন, ১৫ জুলাই তাঁর শরীরে ব়্যাশ বেরোয় ৷ ওই ব্যক্তির দেশ থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে ৷ শুক্রবার কেরলের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, ওই ব্যক্তির মাঙ্কিপক্স পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ আক্রান্ত ব্যক্তি বর্তমানে মানচেরি মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন ৷