
অর্পিতার পর এবার মোনালিসা দাস! শান্তিনিকেতনে পার্থ চট্টোপাধ্যায়ের ৭টি বাড়ির দেখভাল করতেন আরেক ঘনিষ্ঠের
অর্পিতা মুখোপাধ্যায়ের পর মোনালিসা দাস। খোঁজ মিলল মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের আরেক ঘনিষ্ঠের। যিনি কিনা বীরভূমে প্রাক্তন শিক্ষামন্ত্রীর সম্পত্তির দেখভাল করতেন। বীরভূমের শান্তিনিকেতনে ফুলডাঙা, প্রান্তিক এলাকায় ৭টি বাড়ি রয়েছে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। এলাকা সূত্রে খবর, এর সবই দেখাশোনা করতেন ‘পার্থ-ঘনিষ্ঠ’ মোনালিসা দাস। বেশিরভাগ সময়ই এই সব বাড়ির দেখাভাল করতেন মোনালিসা দাস। বিশ্বভারতীর ছাত্রী হওয়ার সূত্রে প্রায়শই শান্তিনিকেতনে আসা-যাওয়া ছিল মোনালিসা দাসের। এছাড়া বোলপুরের জামবুনি এলাকায় মৃণালিনী আবাসন নামে পার্থ চট্টোপাধ্যায়ের আরও এক সম্পত্তির হদিশ মিলেছে। এই আবাসনের একটি তলা পুরো তাঁর। প্রতিবেশীদের দাবি, এই ফ্ল্যাটে আসতেন পার্থবাবু ও অর্পিতা মুখোপাধ্যায়। এখন পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর এই বাড়িগুলিতেও ইডি তল্লাশি চালাতে পারে বলে সূত্রে খবর।