এবার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন ব্যক্তিগত সচিব সুকান্ত আচার্য আটক

এসএসসি নিয়োগে দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পর এ বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর জালে তাঁর প্রাক্তন ব্যক্তিগত সচিব (ওএসডি) সুকান্ত আচার্য। শনিবার ভোররাতে উত্তর ২৪ পরগনার বাড়ি থেকে সুকান্তকে আটক করা হয় বলে ইডির একটি সূত্রে জানা গিয়েছে। পরে তাঁকে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয়। নিউ ব্যারাকপুর পুরসভা ১০ নম্বর ওয়ার্ড জেসি বোস রোড এলাকায় ডাব্লিউবিসিএস আধিকারিক সুকান্তের বাড়ি ইডির তদন্তকারী দল হানা দিয়েছিল শুক্রবার। দীর্ঘ সময় ধরে তল্লাশির পর ভোরে তাঁকে আটক করে নিয়ে যাওয়া হয়। পার্থ শিক্ষামন্ত্রী থাকাকালীন তাঁর ব্যক্তিগত সচিব পদে নিযুক্ত ছিলেন এই সরকারি আধিকারিক।

error: Content is protected !!