মধ্যরাতে পার্থ চট্টোপাধ্যায়ের বারুইপুরের বাগান বাড়িতে চুরি

বারুইপুরে একটি বাগানবাড়ির সঙ্গে নাম জড়িয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। ‘সোহিনী’ লেখা ওই বাড়িটি রাজ্যের মন্ত্রীর, অভিযোগ এমনটাই। বুধবার একদিকে যখন ‘পার্থ ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা সেই সময় পার্থর সঙ্গে যোগসূত্র খুঁজে পাওয়া এই বাগানবাড়িতেই ঘটে গেল চুরির ঘটনা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, বুধবার রাত ১টা নাগাদ চারজনের দুষ্কৃতী দল তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে। এরপর জিনিসপত্র বার করে নিয়ে চলে যায় তারা। স্থানীয়রা বাধা দিতে গেলে তাদের ভেতরে চলে যাওয়ার জন্য ধমকানো হয় বলেও অভিযোগ উঠেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে,নিছকই চুরির ঘটনা। অন্যদিকে, এই বাগানবাড়িতে কোনও গুরুত্বপূর্ণ নথি রয়েছে কি? উঠছে প্রশ্ন।

error: Content is protected !!