
অচিন্ত্যকে অভিনন্দন রাষ্ট্রপতির, টুইটে শুভেচ্ছা মোদি-মমতারও
কমনওয়েলথ গেমসে ভারতকে তিন নম্বর সোনা এনে দিয়েছেন বাংলার ছেলে অচিন্ত্য শিউলি ৷ ভারোত্তোলনে পুরুষদের ৭৩ কেজি বিভাগে তিন রাউন্ডে মোট ৩১৩ কিলো ওজন তুলে রেকর্ড গড়েছেন তিনি ৷ বাংলার ছেলের এই অসামান্য সাফল্যে গর্বিত গোটা দেশ ৷ আর এই সাফল্যের জন্য তাঁকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন অচিন্ত্যকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি লেখেন, ‘‘অচিন্ত্য শিউলি কমনওয়েলথের মঞ্চে সোনা জিতে ভারতকে গর্বিত করেছেন এবং তেরঙ্গাকে শিখরে উড়িয়েছেন ৷ আপনি বিফলতার গ্লানি ভুলে, সাফল্যের সারিতে ফিরে এসেছেন ৷ আপনি সত্যিকারের চ্যাম্পিয়ন, যিনি ইতিহাস তৈরি করেছেন ৷ আপনাকে অন্তর থেকে অভিনন্দন ৷’’ তবে, শুধু রাষ্ট্রপতি নন ৷ প্রধানমন্ত্রীও অচিন্ত্যকে অভিনন্দন জানিয়েছেন ৷ তিনি লেখেন, ‘‘কমনওয়েলথ গেমসে প্রভিবান অচিন্ত্য শিউলির সোনা জয়ের খবরে আমি উচ্ছ্বসিত ৷ তিনি পরিচিত তাঁর শান্ত এবং ধৈর্যশীল স্বভাবের জন্য৷ এই বিশেষ সাফল্য অর্জনের জন্য তাঁকে অনেক পরিশ্রম করতে হয়েছে ৷ তাঁর ভবিষ্যতের জন্য শুভেচ্ছা রইল ৷’’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বাংলার ছেলের সাফল্যে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে উচ্ছ্বসিত হয়ে পোস্ট করেছেন ৷ তিনি লেখেন, ‘‘আজ সত্যিই আমাদের গর্ব করার দিন ৷ পশ্চিমবঙ্গের তরুণ অচিন্ত্য শিউলি কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে তৃতীয় সোনা জিতেছেন ৷ হৃদয়ের অন্তর থেকে তাঁকে অভিনন্দন ৷ আপনার সাফল্যে দেশের অসংখ্য মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবে ৷ আপনার ভবিষ্যৎ লক্ষ্যের জন্য অনেক শুভেচ্ছা ৷’’
Achinta Sheuli has made India proud by winning gold and making the tricolor fly high at the #CommonwealthGames. You immediately overcame the failure in one attempt and topped the lineup. You are the champion who has created a history. Heartiest congratulations!
— President of India (@rashtrapatibhvn) August 1, 2022
Delighted that the talented Achinta Sheuli has won a Gold Medal at the Commonwealth Games. He is known for his calm nature and tenacity. He has worked very hard for this special achievement. My best wishes to him for his future endeavours. pic.twitter.com/cIWATg18Ce
— Narendra Modi (@narendramodi) August 1, 2022
Truly a proud moment for all of us as the young #AchintaSheuli from West Bengal wins the third gold medal at CWG, 2022.
— Mamata Banerjee (@MamataOfficial) August 1, 2022
Heartfelt congratulations to him. Your success will serve as an inspiration to countless others in the country. All the best for your future endeavours!