নতুন নিয়োগে কোনও বাধা নেই, ২১ হাজার নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, জানালেন শিক্ষামন্ত্রী

সোমবার নিয়োগ নিয়ে এসএসসি কর্তাদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তারপরই সাংবাদিক বৈঠকে তিনি জানান, “নতুন নিয়োগে কোনও বাধা নেই। পুজোর আগেই নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত আপার প্রাইমারি, নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত এসএলএসটি ও প্রধানশিক্ষক মিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা ২১ হাজার।” যে শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া পুজোর আগেই শুরু হয়ে যাবে। অন্যদিকে, এসএসসি আন্দোলনকারীদের ভবিষ্যৎ কী, তা নিয়ে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁদের নিয়োগ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আইনের দিকটাও দেখতে হবে। কারণ, শুধু সহানুভূতি দিয়ে হবে না, আইনটাও জানতে হবে। বেআইনিভাবে আমরা কিছু করতে চাই না।”  একইসঙ্গে তিনি বলেন, ”বেআইনি ভাবে কিছু করতে চাই না। আইনি সম্ভাবনা খতিয়ে দেখব। নতুন নিয়োগ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।”

error: Content is protected !!