ফের বন্দুক হামলা আমেরিকায়, মৃত ৪

এবার আমেরিকার ওহিওর বাটলার শহরে বন্দুকবাজের তাণ্ডব চলল। বন্দুক হামলায় এখনও পর্যন্ত অন্ততপক্ষে ৪ জন মৃত। হামলার পরেই পলাতক বন্দুকবাজ। হামলাকারীর খোঁজে তল্লাশি শুরু করেছে এফবিআই। বাটলার শহরের আশপাশে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী।  ঘটনার পরেই হামলাকারীর পরিচয় ফাঁস করে সাধারণ মানুষকে সতর্ক করেছে পুলিশ প্রধান। পুলিশ প্রধান জন পোর্টার জানিয়েছেন, বন্দুকবাজের নাম স্টিফেন মারলো। তার কাছে প্রচুর আগ্নেয়াস্ত্র রয়েছে। যা যথেষ্ট বিপজ্জনক। এর জেরে ফের হামলা চালাতে পারে সে। হামলাকারীর উচ্চতা প্রায় ৫ ফুট ১১ ইঞ্চি। ওজন ১৬০ পাউন্ড। বয়স ৩৯। হামলার সময় তার পরনে ছিল হলুদ টিশার্ট। ২০০৭ সালের ফোর্ড এজ গাড়িতে চেপে পালিয়েছে সে। এই হামলার পিছনে কারণ খতিয়ে দেখছে পুলিশ। 

error: Content is protected !!