‘এসএসকেএম থেকেই নিজাম প্যালেসে আসুন,’ অনুব্রতকে ফের ডাক সিবিআইয়ের

 গরু পাচার মামলায় সোমবার হাজিরা দিতে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলকে নোটিস পাঠিয়েছিল সিবিআই। সূত্রের খবর, এদিন নিজাম প্যালেসে যাচ্ছেন না অনুব্রত। ইমেল মারফৎ তা তিনি জানিয়েও দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। কারণ হিসাবে দেখানো হয়েছে তিনি শারীরিকভাবে সুস্থ নন। সিবিআইয়ের নির্দেশ ছিল সোমবার নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে অনুব্রত মণ্ডলকে । তবে রবিবার অনুব্রত জানিয়েছিলেন, চিকিৎসকের কাছে তাঁর অ্যাপোয়েন্টমেন্ট নেওয়া আছে আগে থেকে। সোমবারেই স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে যেতে হবে এসএসকেএমে। যদিও সিবিআই তাঁকে ফের জানিয়েছে, এসএসকেএম থেকে ফেরার পরে হলেও সোমবার তাঁকে হাজিরা দিতেই হবে।

error: Content is protected !!