
ভেন্টিলেটরে বুকারজয়ী লেখক সলমন রুশদি, একটি চোখ নষ্ট হওয়ার আশঙ্কা
ভেন্টিলেটরে বুকারজয়ী লেখক সলমন রুশদি । নিয়ইয়র্কের একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার আগে লেখককে ছুরি নিয়ে আক্রমণ করে এক ব্যক্তি। রুশদির সঙ্গে পরিচয়ের অছিলায় কয়েক সেকেন্ডের মধ্যে প্রায় ১০ থেকে ১৫ বার শরীরের বিভিন্ন অংশে আঘাত করে সে । জানা গিয়েছে লেখকের চোখে গুরুতর আঘাত লেগেছে । শুধু তাই নয় একটি চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাও করছেন চিকিৎসকরা । পাশাপাশি তাঁর মুখ থেকে শুরু করে পেটের বিভিন্ন অংশেও গুরুতর চোট লেগেছে । লিভারের অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে । তবে কিছুটা আশার কথাও শুনিয়েছেন চিকিৎসকরা । তাঁরা মনে করেন রুশদির আঘাত গুরুতর হলেও নিরাময়যোগ্য । আক্রমণকারীকে প্রায় সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হয়েছিল । এবার তাঁর পরিচয় প্রকাশ্যে এল । জানা গেল হাদি মাতার নামে ওই ব্যক্তির বয়স ২৪ বছর । বাড়ি নিউ জার্সিতে । তবে পুলিশের তরফে এর থেকে বেশি কোনও তথ্য দেওয়া হয়নি । তাছাড়া সে রুশদিকে আক্রমণই বা করল কেন তাও স্পষ্ট নয় । রুশদির আক্রান্ত হওয়ার খবরে ভারাক্রান্ত বিশ্ব। সব মহল থেকেই প্রতিক্রিয়া ভেসে আসছে। প্রতিক্রিয়া দিয়েছেন তসলিমা নাসরিনও। একাধিক টুইটে ঘটনা সম্পর্কে নিজের তীব্র প্রতিবাদ তুলে ধরেছেন ‘বিতর্কিত’র লেখিকা । তিনি লিখেছেন, “কেউ কেউ বলছেন কেন রুশদি আক্রান্ত হলেন সেই কারণ জেনে নিয়ে মন্তব্য করবেন । আমার তাঁদের কাছে প্রশ্ন, তাঁকে আক্রমণের নেপথ্য যে ইসলামপন্থীরাই আছে তা বোঝা কি খুব শক্ত? কারণ রুশদি দীর্ঘদিন ধরেই তাদের নিশানায় ছিলেন । তিনি আরও লেখেন, “তাঁর আক্রান্ত হওয়ার ঘটনায় আমি বাকরুদ্ধ । এরকম কিছু যে হতে পারে তা আমার ধারনাতেই ছিল না । ১৯৮৯ সাল থেকেই তাঁকে সুরক্ষার মধ্যে রাখা হয়েছিল । তিনি থাকতেনও পাশ্চাত্যে । যদি তিনি আক্রান্ত হন তাহলে ইসলামের কোনও সমালোচকই সুরক্ষিত নন । ” অন্যদিকে একটি সূত্রের দাবি যে মঞ্চে রুশদির ভাষণ দেওয়ার কথা ছিল সেখানে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছিল না । সেই সুযোগেই এই ঘটনা ঘটেছে । এই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ।