অনুব্রত মন্ডলের গ্রেপ্তারির প্রতিবাদে বন্ধ সোনাঝুরির হাট

পর্যটকদের কাছে শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণ সোনাঝুরি খোয়াইয়ের হাট আজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল হাট কমিটি। বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে অন্যায় ভাবে গ্রেপ্তার করা হয়েছে, এই কারণকে সামনে রেখেই তাঁদের এই প্রতীকি প্রতিবাদ বলে জানা গিয়েছে। বেলার দিকে একটি প্রতিবাদ মিছিলেরও ডাক দিয়েছে হাট কর্তৃপক্ষ। যদিও তাঁদের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ পর্যটকরা। আচমকা হাট বন্ধ করে দেওয়ায় করা যায়নি কোনও বিকিকিনি। তাই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন ভ্রমণার্থীরা।

error: Content is protected !!