মুক্তি পেল চিরঞ্জীবীর ‘গডফাদার’এর টিজার, দক্ষিণী ছবিতে হাতে খড়ি সলমনের

প্রকাশ্যে এল তাঁর দক্ষিণী ছবি ‘গডফাদার-এর টিজার। এই ছবিতে দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবীর সঙ্গে জুটি বেঁধেছেন বলিউডের ভাইজান সলমন খান। যে দিনটির জন্য চিরঞ্জীবী এবং সলমন ভক্তরা দিনের পর দিন অপেক্ষা করছেন, অবশেষে অপেক্ষার অবসান হল! গত ১৮ আগস্ট, গডফাদারের নির্মাতারা এই ছবির একটি বিশেষ পোস্টার লঞ্চ করে ছবির টিজার মুক্তির তারিখ ঘোষণা করেছিলেন। আর প্রতিশ্রুতি অনুযায়ী, আজ অর্থাৎ ২২ আগস্ট তেলেগু মেগাস্টার চিরঞ্জীবীর ৬৭তম জন্মদিনের ঠিক আগের দিনই ‘গদফাদার’ এর টিজার প্রকাশ্যে এল। গডফাদার, জনপ্রিয় মালায়লাম ফিল্ম লুসিফারের অফিসিয়াল তেলেগু রিমেক। দক্ষিণী ছবিতে তেলুগু ছবির সুপারস্টার চিরঞ্জীবীর সঙ্গে অভিনয় করছেন সলমন। আর ‘গডফাদার’ দিয়েই দক্ষিণী ছবিতে হাতেখড়ি দিচ্ছেন সলমন। এই ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সলমনকে। গডফাদার একটি রাজনৈতিক অ্যাকশন থ্রিলার। যেটিতে অভিনয় করছেন, চিরঞ্জীবী, নয়নতারা এবং সত্যদেব। ছবিতে রয়েছেন গঙ্গাভ ও সুনীলও। টিজারে আলাদা আলাদা ভাবেই দেখানো হয়েছে দুই তারকাকে। একদিকে বন্দুক হাতে এন্ট্রি হচ্ছে চিরঞ্জীবীর তো অন্যদিকে কালো জ্যাকেট চাপিয়ে বাইকে চেপে সামনে আসছেন সলমন। টিজারে মেগাস্টার চিরঞ্জীবীকে বীরত্বপূর্ণ এন্ট্রি করতে দেখা গিয়েছে, এবং একজন পেশাদারের মতো বন্দুক ছুঁড়তে দেখা গিয়েছে তাঁকে। আর শুরুর কয়েক মিনিট পরেই, অভিনেত্রী নয়নথারা চরিত্রের সঙ্গে পরিচয় হয়, এরপরই সলমন খানের গ্র্যান্ড এন্ট্রি হয়, তিনি বাইকে চড়ে আবার বন্দুক ছোড়ে! চিরঞ্জীবীর গডফাদার-এ ক্যামিও চরিত্রে অভিনয় করছেন সলমন। এছাড়াও এই ছবির বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য শোনা গিয়েছিল যে, সলমনের পানভেলের ফার্ম হাউসে এই ছবির শুটিং করেছেন চিরঞ্জীবী। টিজারটির সময়কাল ১ মিনিট ৩৩ সেকেন্ড। চিরঞ্জীবীর জন্মদিনের উপহার হিসেবে এই ছবির নির্মাতারা এই ছবির টিজারটি প্রথম প্রকাশ্যে এনেছেন। সম্প্রতি, সলমন চিরঞ্জীবীর সঙ্গে একটি বিশেষ গানে অভিনয় করেছেন। যেটি কোরিওগ্রাফ করেছেন বিখ্যাত কোরিওগ্রাফার প্রভুদেবা। গডফাদার এই বছরের শেষের দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন এস থামন।

error: Content is protected !!