বাসভবনে বন্ধু-বান্ধবদের নিয়ে পার্টিতে মদ্যপ অবস্থায় উদ্দাম নাচের ভিডিও প্রকাশ্যে, ক্ষমা চাইলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

 নিজের সরকারি বাসভবনে বন্ধু-বান্ধবদের নিয়ে পার্টি দিয়েছিলেন। সেই পার্টির কিছু উদ্দমতার ভিডিও ও ছবি প্রকাশ্যে আসে। যার জেরে ক্ষমা চাইলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মেরিন। প্রধানমন্ত্রীর ড্রাগ টেস্ট হলেও সেই রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তিতে মেরিন। গত মাসে হেলসিঙ্কিতে নিজের বাসভবনে পার্টি দেন প্রধানমন্ত্রী সানা মেরিন। সেই পার্টির কিছু ছবি ও ভিডিও প্রকাশ্যে আসে। তাতে দেখা যায়, পানীয় গ্লাস হাতে ৩৬ বছরের মহিলা প্রধানমন্ত্রী বন্ধুদের সঙ্গে নাচ-গান করছেন। যা নিয়ে বিতর্ক দেখা যায়। এরপর গত সপ্তাহে আরেকটি ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যায়, দু’জন প্রভাবশালী মহিলা তাঁদের অনাবৃত স্তনে ফিনল্যান্ডের ছবি এঁকে পরস্পরকে চুম্বন করছেন। এই ছবি প্রকাশ্যে আসতেই চলতি বিতর্কে ঘৃতাহুতি পড়ে। যার জেরে এদিন প্রধানমন্ত্রী সারা মেরিন বলেন, ‘ওটা আমার বাসভবনেরই ছবি। ওই ছবিটা সঠিক নয়। এই ধরণের ছবি না তুললেই ভালো হত। বিষয়টির জনা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যদিও বলতে পারি, পার্টিতে খারাপ কিছু হয়নি।’ তিনি জানান, তাঁর বাড়িতে একটা গানের উৎসবে বন্ধুরা মিলিত হয়েছিলেন। সেখানে সবাই একসঙ্গে সময় কাটানোর পাশাপাশি সবাই সাঁতার কাটেন আর সান বাথ নেন। ওই পার্টিতে ড্রাগস ব্যবহারের অভিযোগ ওঠে। যার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীরও ড্রাগস টেস্ট করা হয়। সেই রিপোর্ট অবশ্য নেগেটিভ আসে। মেরিন জানিয়েছেন, পার্টিতে তিনি কাউকে ড্রাগস নিতে দেখেননি। দেখুন সেই ভিডিও –

error: Content is protected !!